অত্র বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষসমাপনি কেন্দ্র। এই বিদ্যালয়ে তিনটি ভবন আছে। ১নং ভবনটি ১৯৯৪ সনে করা হয়েছে এই ভবনে অফিস কক্ষসহ মোট ৪টি কক্ষতবে এটি এখন ঝুকিপূর্ন অবস্থায় আছে এবং পাঠদান কার্যক্রমও চলে। ২য় ভবনটি দুই কক্ষবিশিষ্ট ,একটি কক্ষশ্রেনী উপযোগি না অপরটি ভাল। ৩নং ভবনটিও দুই কক্ষবিশিষ্ট। এর দুইটি কক্ষই ভাল আছে। এই বিদ্যালয়ে একটি মাঠ আছে,একটি শহীদমিনার আছে। তবে পানি ও জলের এবং শৌচাগার ব্যবহার যোগ্য নয়। বিদ্যালয়ের সামনে একটি ইউনিযণ পরিষদ আছে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য জনাব মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। তার অক্লামত্ম পরিশ্রাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় গড়ে উঠেছে ফুলসুতী আ: আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়টি।
সাল শিক্ষার্থী পরীক্ষার্থী পাশের সংখ্যা পাশের হার
২০০৯ ৪৬ ৪৬ ৪০ ৯৪%
২০১০ ৪০ ৩৮ ৩৮ ১০০%
২০১১ ৪৫ ৪৪ ৪৪ ১০০%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস