এই উপজেলার আয়তন ১৯১.৯৬ বর্গকিলোমিটার। প্রায় ২ লক্ষ জনসংখ্যা অধ্যূষিত নগরকান্দার বুকচিরে প্রবহমান কুমার নদীটি স্থানীয়ভাবে নাম ধারন করেছে শীতলক্ষা। এ উপজেলার অবস্থান ফরিদপুর জেলার দক্ষিণ অংশে। নগরকান্দার উত্তরে ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলা, পূর্বে সদরপুর ও ভাংগা উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং পশ্চিমে সালথা উপজেলা দ্বারা পরিবেষ্টিত। এ উপজেলা প্রায় ২৩:১৮ ও ২৩:৩৪ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৯:৪৩ ও ৮৯:৫৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ফরিদপুর জেলা সদর থেকে নগরকান্দা থানা সদরের দূরুত্ব প্রায় ২৫ কি:মি:।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস