বিদ্যালয়ে ০২ টি ভবন আছে। ০১ পাকা অন্যটি আধাপাকা। আধাপাকা ঘরটি অনেক পুরোন। বৃষ্টি হলে পানি পড়ে। পাকা ভবনে ০২ টি এবং আধাপাকা ভবনে ০৩ টি, মোট ০৫ টি কক্ষ আছে। বিদ্যালয়টিতে একটি নতুন ভবন দরকার।
বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত। এই মহান উদ্যোগটি নিয়েছিলেন তার মধ্যে মৃত আঃ হাকিম খোন্দকার, পিং- মৃত পনু খোন্দকার, মৃত মোতালেব খোন্দকার, পিং- মৃত ইজারদ্দিন খোন্দকার, মৃত ওয়াজেদ খোন্দকার, পিং- মৃত উজির আলী খোন্দকার এরা সকলে মিলে ৩৩ শতাংশ জায়গা বিদ্যালয়ের নামে দান করেন। বিদ্যালয়টি প্রথমে মৃত আ: হাকিম খোন্দকারের বাড়ীতে মক্তব হিসাবে পরিচালিত হতো। পরবর্তীতে বিটাইপ বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়। ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়।
২০০৭ পাশের হার ১০০%, ২০০৮ পাশের হার ১০০%, ২০০৯ পাশের হার ১০০%
২০১০ পাশের হার ১০০%, ২০১১ পাশের হার ১০০%
শিশু শ্রেণী বাদে ছাত্র/ছাত্রী ভর্তিকৃত ৩৫০ জন। উপবৃত্তির সুবিধাভোগী- ১৭০
শতভাগ ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছে। এই বিদ্যালয়ে পড়া-লেখা করে সরকারী কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসাবে গড়ে উঠেছে।
বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা। সমাপনী পরীক্ষার ফলাফলের মান আরও বৃদ্ধি করা। বিদ্যালয়টি আরো ৮ম শ্রেণী পর্যন্ত যাতে উন্নতি করা যায় সেই পরিকল্পনা রয়েছে।
বিপুল কুমারা রায় ০১৭২১-৮১৩৯৪৫ (প্রধান শিক্ষক)
শিশু শ্রেণী- ৫০ জন।
১ম শ্রেণী- ৯২ জন।
২য় শ্রেণী- ৭৬ জন।
৩য় শ্রেণী- ৭৮ জন।
৪র্থ শ্রেণী- ৬৫ জন।
৫ম শ্রেণী- ৩৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস