ভবন- ১টি, পাকা কক্ষ- ৪টি, ১ টি লাইব্রেরী, ৩টি কক্ষে পাঠ দান, টয়লেট- ২ টি, ১ টি শিক্ষক ও ছাত্রদের অপরটি ছাত্রীদের, টিউবয়েল- ১ টি (আর্সেনিক যুক্ত), জমির পরিমাণ- ০.৪৩ শতাংশ।
১৯৮৭ খ্রী: কাজী আশ্রাফ আলীর নেতৃত্বে ও উদ্যোগে বড় পাইককান্দি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মানের পরিকল্পনা করেন। সেই লক্ষে ১৯৮৮ খ্রী: বড়পাইকান্দি বেসরকারী বিদ্যালয় স্থাপিত হয়। ০২/০১/১৯৮৮ খ্রী: প্রধান শিক্ষক নিয়োগ পত্রের আলোকে ০৫/০১/১৯৮৮ খ্রী: মো: আবু ছালেক মৃধা প্রথম ও প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। অন্য তিনজন সহকারী শিক্ষকদের যোগদান পত্র পর্যায়ক্রমে তিনি গ্রহণ করেন। ১৩/১১/১৯৯০ খ্রী: কাজী আশ্রাফ আলী ৫৭৭৫/৫৭৭২ নং দলিল মূলে ০.৪৩ শতাংশ জমি বড়পাইককান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে অর্পন করেন। দি রেজিষ্ট্রেশন অব প্রাইভেট স্কুলস এ্যাবট ১৯৮৯ খ্রী: এ ৪ নং ধরার উপধারা (৩) মোতাবেক এ্যাবেটর বিধানাবলী পূরণ করায় ১৯৯১ খ্রী: ১০ই ফেব্রুয়ারী রেজিষ্ট্রিভূক্ত রেজিষ্ট্রেশন নং- ৪৩/৭০১ এর আলোকে ০১/০৭/১৯৯২ খ্রী: এমপিও ভূক্ত হয়। বিদ্যালয় কোর্ড নং- ৩১৪০২০৩০৩।
এস,এম,সি গঠনের তারিখ- ১২/০২/২০১০ খ্রীঃ
পরিচালনা কমিটির সদস্য সংখ্যা= ১২ জন।
সভাপতি- কাজী মনিরুজ্জামান
২০০৭ পাশের হার ৯০%
২০০৮ পাশের হার ৮০%
২০০৯ পাশের হার ৯৬%
২০১০ পাশের হার ৯৫%
২০১১ পাশের হার ১০০%
উপবৃত্তি মোট ভতির্কৃত শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫০ % হারে ১০০ জন।
স্কুলটি নির্মানের পূর্বে ৬-১০+ বয়সের শিশুরা শতকরা ৮০% কোন বিদ্যালয়ে ভর্তি হতো না। বিদ্যালয় স্থাপনের পর এসএমসিটিটিএ বিভিন্ন কমিটি গঠনের পর অভিভাকগণ শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ায় ভর্তির হার বাড়তে থাকে। বতর্মানে ভতির্র হার ১০০%। ২০১০ সালে বৃত্তিপ্রাপ্ত ০১ জন। ২০১১ সালে পাশের হার ১০০%, আগামীতে জিপিএ-৫ সহ বৃত্তির হার বাড়বে।
১০০% ভর্তি নিশ্চিত, ঝরে পড়ার হার (০) সমাপনি পরীক্ষায় জিপিএ-৫সহ ১০০% পাশের চেষ্টা অব্যহত। স্কুলটি একটি আদর্শ স্কুলে পরিনত করব।
মো: আবু ছালেক মৃধা
প্রধান শিক্ষক
বড় পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
নগরকান্দা, ফরিদপুর।
মোবাইল নং- ০১৭২৯৪৬৪৩৪৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস