বিদ্যালয়ে ০২ টি ভবন আছে। কক্ষ- ০৮ টি, আর্সেনিকযুক্ত একটি নলকুপ- ০১ টি, টয়লেট- ০২ টি।
ছাগলদী গ্রামটি অনেক বড়। এখানে ১৮ টি পাড়া আছে।এখানকার শিক্ষিত এবং বিদ্যোৎসাহী গণ্যমান্য ব্যক্তিবর্গ এক সময় অনুধাবন করেন যে, আমাদের এত বড় গ্রামে কোন বিদ্যালয় নেই, তখন তারা বিদ্যালয় স্থাপন করার সিধামত্ম গ্রহণ করেন। বর্তমান ম্যানিজিং কমিটির দাতা সদস্য আতিকুর রহমানের পিতা মৃত গোলাম মওলা ৯৭ শতাংশ জমি দান করেন। যেহেতু ছাগলদী গ্রামের বিদ্যালয় সেহেতু বিদ্যালয়ের নামকরণ করা হয় ছাগলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ম্যানেজিং কমিটি গঠনের তারিখ- ১৪/০২/২০১০ খ্রীঃ
পরিচালনা কমিটির সদস্য সংখ্যা= ১২ জন।
সভাপতি- জনাব মোঃ আজিজুল হক মাতুববর
২০০৭ পাশের হার ৯৯%, ২০০৮ পাশের হার ৭৭%, ২০০৯ পাশের হার ৬৬%
২০১০ পাশের হার ৯৭%, ২০১১ পাশের হার ১০০%
ছাত্র/ছাত্রী ভর্তিকৃত ৫১২ জন। উপবৃত্তির সুবিধাভোগী- ২৪০ জন।
এই বিদ্যালয়ে লেখাপড়া করে গ্রামের অনেক লোকজন সু-শিক্ষিত হয়েছেন। তাদের কেউ হয়েছেন শিক্ষক, কেউ ডাক্তার, কেউ সরকারি কর্মচারী, কেউবা বিশিষ্ট রাজনীতিবিদ। বর্তমান কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুজ্জামান অনু , যিনি এই বিদ্যালয়েরই কৃতি ছাত্র ছিলেন।
বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা। সমাপনী পরীক্ষার ফলাফলের মান আরও বৃদ্ধি করা। ছাত্র-ছাত্রী অনুপাতে শিক্ষকের পদ বৃদ্ধি, ভবনের দক্ষিণ পার্শ্বের অকেজো পুকুর ভরাট করে মাঠ বড় করা, আর্সেনিক মুক্ত নলকুপ স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা।
মো: মাসুদুর রহমান
প্রধান শিক্ষক
ছাগলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়
নগরকান্দা, ফরিদপুর।
০১৭১০-৯১০৫৫৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস