ভবন- ০২ টি, পাকা- ০১টি, আধাপাকা ০১ টি। কক্ষ- ০৬ টি, লাইব্রেরী- ০১ এবং ০৫টি কক্ষে শ্রেণীর পাঠদান, টয়লেট- ০৩ টি, ০১ টি শিক্ষকদের, ০১ টি ছাত্রদের, ০১ ছাত্রীদের, টিউবয়েল- ০১ টি।
১৯৭২ খ্রী: মরহুম আব্দুস সত্তার মিয়ার উদ্যোগে কোদালিয়া গ্রামে কোদালিয়া প্রাথমিক বিদ্যালয় নির্মানের পরিকল্পনা করেন। সেই লক্ষে মোঃ আবু জাফর মিয়া ১৯৭৩ সালের জানুয়ারী মাস থেকে ছাত্র/ছাত্রী ভর্তি করে ক্লাস শুরু করেন। তৎকালিন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মরহুম মোঃ আজিজুল হক এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রাদী থানা শিক্ষা অফিসারের নিকট দাখিল করেন। শিক্ষা অফিসার উর্ধোতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ০১ লা জুলাই হইতে জাতীয় করণ করেন।
ম্যানেজিং কমিটি গঠনের তারিখ- ১২/০২/২০১০ খ্রীঃ
পরিচালনা কমিটির সদস্য সংখ্যা= ১২ জন।
সভাপতি- মোঃ ফরিদ মিয়া
২০০৭ পাশের হার ১০০%
২০০৮ পাশের হার ১০০%
২০০৯ পাশের হার ৯৭%
২০১০ পাশের হার ৯৬%
২০১১ পাশের হার ১০০%
মোট- ছাত্র/ছাত্রী ৩২১ জন। সুবিধাভোগী ছাত্র/ছাত্রীর সংখ্যা- ১৬০ জন।
২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বৃত্তি প্রাপ্ত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা- ১৭ জন।
ট্যালেন্টপুল- ০৫ জন, সাধারণ- ১২ জন।
১০০% ভর্তি নিশ্চিত করা। প্রাথমিক সমাপনি পরীক্ষায় ১০০% GPA-5অর্জন করা এবং আমাদের স্কুলটিকে উপজেলার মধ্যে একটি আদর্শ স্কুলে পরিনত করা।
একেএম জামাল উদ্দিন
প্রধান শিক্ষক
০৫ নং কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
নগরকান্দা, ফরিদপুর।
০১১৯১৮১৮৪১২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস