উপজেলা পরিষদ,নগরকান্দা, ফরিদপুর এর ২০৪তম সভার কার্যবিবরণী
সভাপতি : জনাব মোঃ মনিরম্নজ্জামান সরদার
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
নগরকান্দা, ফরিদপুর
সভার স্থান : উপজেলা পরিষদ মিলনায়তন,নগরকান্দা, ফরিদপুর।
সভার তারিখ ও সময় : ২৯/১২/২০১১খ্রিঃ সময়ঃ বেলা ১২.৩০ ঘটিকায়
সভায় উপস্থিত সদস্যবৃন্দের নাম ও পদবী((স্বাক্ষরের ক্রমানুসারে রেজিষ্টারে সংরক্ষিত)।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। তিনি সভায় উপস্থিত সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলা পরিষদ সমন্বয় সভার গুরম্নত্ব ও ভূমিকা সকলের মাঝে তুলে ধরেন। অতঃপর সভাটি পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে তিনি অনুরোধ করলে উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে সভাটি পরিচালনা করেন।
২.০০ পূর্ববতী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ
উপজেলা নির্বাহী অফিসার পূর্ববতী সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। উক্ত কার্যবিবরণীতে কোন প্রকার সংশোধনী না থাকায় উহা সর্বসম্মতিক্রমে দৃঢ়করণ করা হয়।
৩.০০ সভায় বিভাগ ভিত্তিক নিম্নরুপ আলোচনা ও সিদ্ধান্ত/ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়নে |
১। স্বাস্থ্য বিভাগঃ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সভায় জানান যে, জাতীয় টিকা দিবস উপলক্ষে আগামী ৭ জানুয়ারী-১২তারিখে ১ম রাউন্ড এবং ১১ফেব্রম্নয়ারী ২য় রাউন্ডে শিশুদেও টীকা খাওয়ানো হবে। বিষয়টি মসজিদের মাইকের মাধ্যমে এলাকায় ব্যাপক প্রচারের জন্য সকলকে অনুরোধ করেন। এ প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়েচেয়ারম্যান পুরাপাড়া ইউপি সভায় জানানযে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোসেই মান্ধাতার আমলের ধারাবাহিকতায় চলছে।সেখানে চিকিৎসা নিতেগেলে যুগোপযোগী ঔষধ পাওয়া যায় না। তিনি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যুগোপযোগী ঔষধ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে অনুরোধ করেন। | জাতীয় টীকা দিবস সফলভাবে বাসত্মবায়নের জন্য এলাকায় ব্যাপক প্রচার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যুগোপযোগী ঔষধ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। | ১। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২।চেয়ারম্যান, সকল ইউপি |
২। কৃষি বিভাগঃ উপজেলা কৃষি অফিসার নগরককান্দা সভাকে জানান যে, বিনামূল্যে কৃষকদের মধ্যে ধান বীজ সরবরাহের জন্য কৃষকদের তালিকা পাওয়ার পর ধান বীজ সরবরাহ করা হয়েছে। কিমত্মত্ম কয়েকটি ইউনিয়ন হতে কিছু কিছু কৃষক না আসায় ধান বীজ সরবরাহ করা সম্ভব হয়নি। তিনিযে সকল ইউনিয়ন হতে কৃষকগন এখনও আসেনি তাদেরকে ধান বীজনেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশিস্নষ্ট ইউপিচেয়ারম্যানদের অনুরোধ করেন। এ প্রসঙ্গেচেয়ারম্যান, ডাঙ্গী ইউপি সভায় জানানযে, ৩কেজি ধানের জন্য একজন কৃষকের দুর দূরামত্মথেকে উপজেলায় এসে ধান বীজ সংগ্রহ করা সম্ভব নয়। তিনিযে ধান বীজ এখনো বিতরণ হয়নি ঐসকল ধান বীজ সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। | বর্তমান ধারা অব্যাহত রাখাসহ ধান বীজ তালিকাভুক্ত কৃষকদের মধ্যে বিতরণের জন্য অবিতরণকৃত ধান বীজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাস্টারোল নিয়ে বিতরণের সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়। | ১। উপজেলা কৃষি অফিসার ২। চেয়ারম্যান সকল ইউপি
|
৩। উপজেলা প্রাণি সম্পদ বিভাগঃ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সভায় উপস্থিত না থাকায় তার বিভাগেরকোন আলোচনা করাগেল না | নিয়মিত সভায় উপস্থিত থাকার জন্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে অনুরোধ করা হয়। | উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
|
৪।উপজেলা মৎস্য বিভাগঃ উপজেলা মৎস্য অফিসার সভায় জানান যে, প্রকল্পের মাধ্যমে পুকুর/বরোপিট পুনঃখনন ও সরকারি পুকুর পুনঃখননের মাধ্যমে মাছ চাষ করার উপযোগী করার সরকারি নির্দেশনা আছে। তিনি তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশিস্নষ্টদের অনুরোধ করেন। | বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে অনুরোধ করা হয়। | উপজেলা মৎস্য অফিসার
|
৫। উপজেলা প্রকৌশল বিভাগঃ উপজেলা প্রকৌশলী সভায় জানান যে,২০১১-১২ অর্থ বৎসরের এডিপি বরাদ্দে প্রকল্প কমিটির মাধ্যমে বাসত্মবায়িত প্রকল্পের কাজ ৫০% এ্যাডজাস্ট করে সমাপ্ত বিলনেয়ার জন্য সংশিস্নষ্ট সকলকে অনুরোধ করেন। তিনি সভায় আরো জানানযে, উপজেলা পরিষদ ভবন নির্মাণের জন্যটেন্ডার আহবান করা হয়েছে। ৬তলা ফাউন্ডেশনে ৪তলা নির্মান করা হবে। ১৭/০১/২০১২তারিখ পর্যমত্ম সিডিউল বিক্রয় করা হবে এবং ১৮/০১/২০১২খ্রিঃ তারিখে দাখিল করতে হবে। তিনিটেন্ডার কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন। চেয়ারম্যান, ডাঙ্গী ইউপি সভায় নন-ভিলেজ প্রকল্পের অধীন ১৫টিরেজিঃ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সভায় জানানযে বিদ্যালয়ের তালিকাপ্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে এবং বরাদ্দ পাওয়ার পর কাজ শুরম্ন হবে। | এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা হয় আলোচনামেত্ম ২০১১-১২ অর্থ বছরের এডিপি প্রকল্পের কাজ এবং উপজেলা পরিষদ ভবন নির্মাণেরটেন্ডার কাজ সফল ও যথাসময়ে বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করার জন্য সংশিস্নষ্ট সকলকে অনুরোধ করা হয়। | ১। উপজেলা প্রকৌশলী ২। চেয়ারম্যান, সকল ইউপি
|
৬। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগঃ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আলোচনার মতকোন সমস্যানেই। আলোচনায় অংশ নিয়ে চেয়ারম্যান পুরাপাড়া ইউপি সভায় জানানযে প্রতি ইউনিয়নে একটি করে পরিবার পরিকল্পনাকেন্দ্র আছে। কিন্তু এখানথেকে আশানুরম্নপ সেবা পাওয়া যায় না। তার ইউনিয়ন পরিবার পরিকল্পনাকেন্দ্রে ভিজিটরনেই। ভিজিটর/ ডাক্তার নিয়মিত থাকলে পরিবার পরিকল্পনা কার্যক্রমজোরদার করা যায়। তিনি তার ইউনিয়নে একজন ভিজিটর পোষ্টিংদেয়ার জন্য অনুরোধ করেন। এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানানযে, পুরাপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনাকেন্দ্রে একজন ভিজিটর ইতোমধ্যেপোষ্টিংদেয়া হয়েছে। তিনি প্রশিক্ষণে । আছেন প্রশিক্ষণশেষে কর্মস্থলেযোগদান করবেন। | বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হয়। | ১। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ২। সংশিস্নষ্ট সকল |
৭। সমাজসেবা বিভাগঃ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আলোচনার মতকোন সমস্যানেই। | কাজের বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে অনুরোধ করা হয়। | উপজেলা সমাজসেবা অফিসার
|
৮। প্রাথমিক শিক্ষা বিভাগঃ উপজেলা শিক্ষা অফিসার সভায় জানান যে, গত ২৩/১১/২০১১ খ্রিঃ প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষাশেষ হয়েছে এবং ২৬/১২/২০১১ খ্রিঃ তারিখে উহার ফলাফল প্রকাশিতহয়েছে। পাশের হার ৯৮%। প্রাথমিক বিদ্যালয়ের ২০১২ সনের বিনামূল্যে পাঠ্য পুসত্মক বিতরণ আগামী ০১/০১/২০১২ খ্রিঃ তারিখে সকল প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। তিনি এ বিতরণ কাজে সকলের সহযোগিতা কামনা কামনা করেন। এ প্রসঙ্গে সভাপতি জানানযে, বছরের ১ম দিনেই কোমলমতি ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই ধরিয়ে দেয়া বর্তমান সরকারের একটি গুরম্নত্বপূর্ণ কাজ। যা সফলভাবে বাসত্মবায়িত হয়েছে। সভার পথেকে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া তিনি বই বিতরণ কার্যক্রম তদারকি করার জন্য সংশিস্নষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারদের অনুরোধ করেন। | বই বিতরণ কার্যক্রম তদারকি করার জন্য সংশিস্নষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারদের অনুরোধ করা হয়। | ১। উপজেলা শিক্ষা অফিসার, নগরকান্দা ২। ট্যাগ অফিসার, সকল ইউপি
|
৯। পল্লী উন্নয়ন বিভাগঃ উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আলোচনারমত কোন সমস্য নাই। | কাজের বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। | উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা |
১০। আইন শৃঙ্খলা বিষয়কঃ অফিসার-ইন-চার্জ, নগরকান্দা থানা সভায় জানানযে, নগরকান্দা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। চলতি মাসে মহান বিজয় দিবসের মত জাতীয় কর্মসূচী যথাযথভাবে উদযাপিত হয়েছে। কোথাও কোন অঘটন ঘটেনি। আলোচনায় অংশ নিয়েচেয়ারম্যান, পুরাপাড়া ইউপি কেস ডায়েরী করার সময় যাতেকেহ মিথ্যার আশ্রয় নানেয়সেদিকেখেয়াল রাখার জন্য অফিসার ইন চার্জ, নগরকান্দা থানাকে অনুরোধ করেন। চেয়ারম্যান,কোদালিয়া শহীদনগর ইউপি সভায় জানানযে, আর একদিন পরেই থার্টি ফাস্ট নাইট ৩১শে ডিসেম্বর। এ রাতে সজাগ থাকার জন্য অফিসার ইন চার্জ নগরকান্দা থানাকে অনুরোধ করেন। | নবযোগদানকৃত অফিসার ইন চার্জ নগরকান্দা থানাকে সহযোগীতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়। | অফিসার ইন চার্জ নগরকান্দা থানা
|
১১। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগঃ উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আলোচনারমত কোন সমস্য নাই। | কাজের বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। | সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
|
১২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগঃ উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ৪০ দিনের কর্মসূচী বাসত্মবায়নের হার ৬৮%। এ কর্মসূচীর কাজ আগামী সপ্তাহেশেষ হবে। এ কাজ বাসত্মবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। | কাজের বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। | ১। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা,নগরকান্দা ২। চেয়ারম্যান, সকল ইউপি
|
১৩। উপজেলা খাদ্য বিভাগঃ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা তার প্রতিনিধি সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। | কাজের বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে অনুরোধ করা হয়। | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নগরকান্দা,ফরিদপুর। |
১৪। উপজেলা সমবায় বিভাগঃ উপজেলা সমবায় অফিসার সভায় | কাজের বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা সমবায় অফিসারকে অনুরোধ করা হয়। | উপজেলা সমবায় অফিসার নগরকান্দা,ফরিদপুর।
|
১৫। উপজেলা পরিসংখ্যান বিভাগঃ উপজেলা পরিসংখ্যান অফিসার সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। | বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। | উপজেলা পরিসংখ্যান অফিসার নগরকান্দা |
১৬। উপজেলা মহিলা বিষয়ক বিভাগঃ উপজেলা মহিলা বিষয়ক অফিসার সভায় জানানযে,প্রত্যেক ইউনিয়নথেকে ২০ জনের মাতৃত্বকালীন ভাতাভোগীর তালিকা দাখিলের জন্য ইউপিচেয়ারম্যানদের অনুরোধ করেন। | মাতৃত্বকালীন ভাতাভোগীর তালিকা দাখিলের জন্য ইউপিচেয়ারম্যানদের অনুরোধ করা হয়। | চেয়ারম্যান, সকল ইউপি। |
১৭। পাট উন্নয়ন বিভাগঃ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে । আলোচনার মত কোন সমস্যা নেই। | বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। | উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নগরকান্দা,ফরিদপুর। |
১৮। বন বিভাগঃ ফরেস্টার বন বিভাগ সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আলোচনারমত কোন সমস্য নাই । আলোচনায় অংশ নিয়েচেয়ারম্যান, পুরাপাড়া ইউপি সভায় জানানযে, যে সকল রাসত্মায় মরা গাছ রয়েছে এবংযে সকল গাছ বিক্রয়েরযোগ্য হয়েছে ঐ সকল গাছ বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। | রাসত্মার মরা গাছ ও বিক্রয়যোগ্য গাছ সনাক্ত করে উহা বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। | ফরেষ্টার বন বিভাগ |
১৯। যুব উন্নয়ন বিভাগঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, আগামী ১৬ জানুয়ারি, ২০১২ খ্রিঃ তারিখে জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। উক্ত দিবস উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। | বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
|
২০। আনছার ও ভিডিপি বিভাগঃ উপজেলা আনছার ও ভিডিপি অফিসার সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে । আলোচনার মত কোন সমস্যা নেই। | বর্তমান ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। | উপজেলা আনছার ও ভিডিপি অফিসার |
২১। নির্বাচন বিভাগঃ উপজেলা নির্বাচন অফিসার অফিসার সভায় উপস্থিত না থাকায় তার বিভাগের কোন আলোচনা করা গেল না। | সভায় নিয়মিত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। | উপজেলা নির্বাচন অফিসার |
২২। মাধ্যমিক শিক্ষা বিভাগঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সভায় উপস্থিত না থাকায় তার বিভাগের কোন আলোচনা করা গেল না। | সভায় নিয়মিত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
২৩। বি এ ডি সিঃ সহকারী প্রকৌশলীর প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী বিএডিসি সভায় জানান যে, বিএডিসি নগরকান্দাজোন ২০১১-১২ সাল হতে জিএফআইএডিপি প্রকল্পের আওতায় সেচ কাজে ৩টি নূতন গভীর নলকূপ স্থাপনের বরাদ্ধের বিপরীতে্সাইট অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদসমূহের সম্মানীত চেয়ারম্যানগণের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করা হচ্ছে। এছাড়া অচালু গভীর নলকূপ সচল করার প্রকল্পর আওতায় ফুলসুতি ইউনিয়নে একটি গভীর নলকুপ চালু করার উদ্যোগ নেয়া হয়েছে এ জন্য খুব শীঘ্রই বিদ্যুৎ লাইন নির্মাণ এবং ভহ-গর্ভস্থ ইউভিসি পাইপ দ্বারা সেচ নালা নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ শুরম্ন হবে। এ বিষয়ে উক্ত ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্কীমের আওতায় জনগণের সহযোগিতা কামনা করেন। | বিএডিসি’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। | ১।সহকারী প্রকৌশলী বিএডিসি ২। সংশিস্নষ্ট সকল |
২৪। পলস্নী বিদ্যুৎ বিভাগঃ ডেপুটি জেনারেল ম্যানেজার, পলস্নী বিদ্যুৎ, উপস্থিত না থাকায় তার বিভাগেরকোন বিষয়ে আলোচনা করাগেল না। | সভায় নিয়মিত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। | ডেপুটি জেনারেল ম্যানেজার, পলস্নী বিদ্যুৎ, নগরকান্দা |
২৫। নগরকান্দা পৌরসভা ঃ মেয়র নগরকান্দা পৌরসভা/ প্রতিনিধি সভায় উপস্থিত না থাকায় আলোচনা করা গেল না। | সভায় নিয়মিত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। | মেয়র নগরকান্দা পৌরসভা |
৪.০০ঃ বিবিধ
৪.০১ঃ উপজেলা পরিষদের টিনসেট ঘর ও ভবনাদি কনডেম ঘোষণা ও নিলামে বিক্রয় প্রসঙ্গে।
উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, উপজেলা পরিষদের অভ্যামত্মওে ০৫টি টিনসেড ঘর (ইউটিডিসি টিনসেড ভবন, উপজেলা পাট উন্নয়ন অফিস, উপজেলা ক্যান্টিন, কর্মচারী ক্লাব,ছোট ১টি স্টোররম্নম খুবই জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগি। উলেস্নখিত টিনসেড ঘর ব্যবহার অনুপযোগি ও জরাজীর্ণ হওয়ায় উহা কনডেমঘোষণা করা প্রয়োজন। তিনি আরো উলেস্নক করেন যে, নগরকান্দা উপজেলা পরিষদ কমপেস্নক্স সম্প্রসারণ ভবন এবং হলরম্নম নির্মাণের জন্য অনুমোদন পাওয়াগেছে। উক্ত ভবন নির্মাণ স্থলে জরাজীর্ণ টিনসেড সমূহ অপসারন করা প্রয়োজন। তিনি জরাজীর্ণ টিনসেড সমূহ কনডেম ঘোষণা ও নিলামে বিক্রয়ের জন্য যথাক্রমে মোট = ২,৭২,০০০/- দুই লক্ষ বাহাত্তর হাজার) টাকার প্রাক্কলন সভায় উপস্থান করেন। তিনি নতুন ভবন নির্মাণের স্বার্থে জরম্নরী ভিত্তিতে প্রাক্কলন উলেস্নখিত ভবন/ মালামাল/টিনসেডঘর সমূহ কনডেমঘোষণা এবং নিলামে বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় অবহিত করেন। এ বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। আলোচনামেত্ম উহা কনডেম ঘোষণা ও নিলামে বিক্রয়ের সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয় এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয়।
৪.০২ঃ পুরাপাড়া হাটের ১৪১৮ বাংলা সনের ইজারার উন্নয়ন খাতে অর্থে প্রকল্প গ্রহন প্রসঙ্গে।
চেয়ারম্যান, পুরাপাড়া ইউপি সভায় জানানযে, তার ইউনিয়নের পুরাপাড়া হাটটি ১৪১৮ বাংলা সনে ইজারা হয়। ইজারা মুল্যের উন্নয়ন খাতের অর্থ দিয়ে পুরাপাড়া হাটে একটি প্রসাবখানা ও একটি লেট্রিন নির্মান করা প্রয়োজন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সভায় আলোচনা করা হয়েছে। উক্ত খাত হতে ৫০,০০০/- টাকা বরাদ্দ রাখার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয় এবং ইউপিচেয়ারম্যান, পুরাপাড়ার প্রসত্মাব মোতাবেক ৫০০০০/- টাকার উপরোক্ত প্রকল্পটি নিন্মোক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাসত্মবায়নের সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।
প্রকল্প বাসত্মবায়ন কমিটিঃ
০১। জনাব আঃ মান্নান ফকির,চেয়ারম্যান পুরাপাড়া ইউপি- সভাপতি
০২। জনাব মোঃ জাহিদুর রহমান, সদস্য, বাজার বণিক সমিতি- সেক্রেটারী
০৩। জনাব মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য- সদস্য
০৪। জনাব মোঃ মহিদুল আলম, ইউপি সদস্য- সদস্য
০৫। মোসাঃ সম্পা বেগম, ইউপি সদস্য- সদস্য
৪.০৩ঃ আনুষাংগিক মালামাল ক্রয়, পেপার বিল, জেনারেটর বিল ইত্যাদি প্রদান প্রসঙ্গে।
উপজেলা নির্বাহী অফিসার সভাকে জানান যে,ডিসেম্বর/১১ মাসে নিম্নোক্ত খরচের বিল পাওয়া গেছে। উহা অনুমোদন প্রয়োজন। সভায়
বিমত্মারিত আলোচনামেত্ম উহা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ক) উপজেলা পরিষদের সভা ও অন্যান্য আপ্যায়ন খরচ ৫০০০/-
খ) উপজেলা পরিষদের আনুষাংগিক মালামাল ক্রয় ২০০০/-
গ) পেপার বিল বাবদ ১০৪৪/-
ঘ) জেনারেটর বিল বাবদ ৫০০/-
ঙ) জনাব সেলিম, ইলেক্টিুশিয়ান, এলজিইডি কর্তৃক উপজেলা পরিষদ হলরম্নমের ১৯৪০/-
বৈদ্যুতিক লাইনমেরামত ওগেজেটেডকোয়ার্টারের পানির মটরমেরামত
চ) ফটোকপিমেশিনমেরামত ও কালি ক্রয় ১৫০০/-
ছ) কম্পিউটারের টোনার ক্রয় ৫০০০/-
অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তীতে অনুষ্ঠিতব্য সভাসমূহে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধসহ ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
( মোঃ মনিরুজ্জামান সরদার)
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
নগরকান্দা,ফরিদপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস