ফরিদপুর জেলার নগরকান্দা একটি সম্ভাবনাময় উপজেলা। এটি ফরিদপুর জেলা তথা বাংলাদেশের অন্যতম উপজেলা। এ উপজেলায় রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক স্থান। কোদালিয়া শহীদনগর একটি অন্যতম মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান। এ উপজেলার দুপাশে মহাসড়ক রয়েছে। পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে এ উপজেলার অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হতে পারে। নগরকান্দা উপজেলার পাট, পেয়াজ বিখ্যাত। ইকনোমিক জোন হিসেবে একটি সম্ভাবনাময় উপজেলা হচ্ছে নগরকান্দা উপজেলা।
তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। ঘরে বসে জনগনের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে জাতীয় ওয়েব পোর্টালের অংশ হিসেবে নির্মিত হয়েছে নগরকান্দা উপজেলা ওয়েব পোর্টাল। আর এই ওয়েব পোর্টাল সরকারেরর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে কাজ করবে। আশা করছি উক্ত ওয়েব পোর্টালের মাধ্যমে জনগনের তথ্য প্রাপ্তির চাহিদা কিছুটা হলেও প্রশমিত হবে এবং জনগনের সহিত উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলার অন্যান্য দপ্তরের সম্পর্ক আরো নিবিড় হবে। ওয়েব পোর্টাল সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত নগরকান্দা গড়াই আমাদের সকলের লক্ষ্য।
শুভেচ্ছান্তে উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা, ফরিদপুর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস