গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় নগরকান্দা, ফরিদপুর। সিটিজেন চার্টার নাগরিক সনদ বা সেবা প্রদান প্রতিশ্রুতি |
ক্র. নং |
সেবার নাম |
প্রয়োজনীয় সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
কাগজপত্র প্রাপ্তির স্থান |
সেবামূল্য/ ফি/ চার্জেস (ট্রেজারী চালানের খাত বা কোডসহ কখন, কিভাবে জমা দেয়া যাবে তার উলেস্নখ করতে হবে) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা ও উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস উলেস্নখ করতে হবে) |
উর্দ্ধতন কর্মকর্তা/ যার কাছে অভিযোগ জানানো / আপীল করা যাবে (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা ও উপজেলা কোডসহ টেলিফোন/ মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস উলেস্নখ করতে হবে) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
০১ |
প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন খরচ, চিকিৎসা সংক্রান্ত ও অন্যান্য অনুদান প্রদান |
০৩ (তিন) কার্য়দিবস |
১. আবেদন ২. প্রয়াত মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সনদ ৩. দাবীকৃত স্থানের মৃত্যুর সনদ ৪. স্থান অনুযায়ী খরচের ভাউচার |
বিনামূল্যে সাদা কাগজে আবেদন ও নির্ধারিত আবেদনের মাধ্যমে |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা, ফরিদপুর |
উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা, ফরিদপুর |
০২ |
জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের উপর সুপারিশ |
২ (দুই) ঘন্টা |
জন্ম-নিবন্ধন সংশোধনের নির্ধারিত আবেদন ফরম |
সংশ্লিষ্ট পৌরসভা/ ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
বিনামূল্যে |
-ঐ- |
-ঐ- |
০৩ |
জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বেসরকারী গ্রন্থাগার সমূহের বরাদ্দকৃত বই ও অন্যান্য বিষয়ে সুপারিশ |
২ (দুই) ঘন্টা |
জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সরবরাহকৃত আবেদন ফরম |
জাতীয় গ্রন্থ কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০, |
বিনামূল্যে |
-ঐ- |
-ঐ- |
০৪
|
২০ একর পর্যন্ত সরকারী জলাশয় ইজারা |
প্রতি বছর ১ মাঘ হতে ৩০ চৈত্র পর্যন্ত বিজ্ঞপ্তি প্রচার করে ৩ (তিন) বছরের জন্য ইজারা প্রদান করা হয়। |
উপজেলা নির্বাহি অফিস থেকে নির্ধারিত দরপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। |
উপজেলা নির্বাহি অফিস |
দরপত্রে উল্লেখিত নির্ধারিত দরপত্র মূল্য নগদ/চালানের মাধ্যমে জমা দিতে হবে। |
-ঐ- |
-ঐ- |
০৫ |
হাট-বাজার ইজারা প্রদান |
প্রতি বছর ১বৈশাখ হতে ৩০চৈত্র পর্যন্ত ১ বছরের জন্য হাট ইজারা দেয়া হয়। হাট বাজার ইজারার বিজ্ঞাপ্তি মার্চ মার্চ মাস হতে জারী করা |
উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার(ভূমি), জেলা প্রশাসকের কার্যালয় হতে হাট বাজারের ইজারার দরপত্র ক্রয় করতে হবে। |
উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার(ভূমি), জেলা প্রশাসকের কার্যালয় |
১। দরপত্রে উল্লিখিত সরকারী মূল্যের সমান অথবা বেশি মূল্যের দর দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে ১ম বারের যে সকল হাটবাজারের অনুকূলে দাখিলকৃত ইজারামূল্য সন্তোষজনক বলে বিবেচিত হয় সেগুলো উপজেলা পরিষদের সভায় চুড়ান্ত অনুমোদন করা হয় এবং যেগুলোর দাখিলকৃত মূল্য সন্তোষজনক সেগুলোর ইজারা কার্যক্রম চলমান থাকে। ২। ১লা বৈশাখের মধ্যে যেসকল হাটবাজার ইজারা দেয়া সম্ভব হয়না সেসকল হাটবাজার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে খাস আদায় করা হয়। ৩। ইজারা প্রদানকৃত হাটবাজারসমূহের ইজারার অর্থ বিধিমোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় |
-ঐ- |
-ঐ- |
০৬ |
কৃষি খাস জমি বন্দোস্ত প্রদান |
০৪ (চার) মাস |
১.উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত বন্দোবস্ত নথি ২.আবেদনকারীর স্বামী/স্ত্রীর যৌথ ছবিসহ আবেদন ১কপি ৩.আবেদনকারী ভূমিহীন মর্মে চেয়ারম্যান/মেয়র এর প্রত্যয়ন ১কপি ৪.আবেদনকারীর স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি ১ কপি ৫.ভূমিহীন হিসেবে উপজেলা কৃষি খাস জমির বন্দোবস্ত কমিটির সুপারিশ/কার্যবিবরণী ৬. স্কেচ ম্যাপ |
উপজেলা ভূমি অফিস |
এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি |
উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা, ফরিদপুর
|
জেলা প্রশাসক, ফরিদপুর |
০৭ |
অকৃষি খাস জমি বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ |
০৬ (ছয়) মাস |
উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত ১। সহাকরি কমিশনার (ভূমি) কর্তৃক সৃজিত বন্দোবস্ত নথি (নিমণ বর্ণিত দলিলাদিসহ) ২। মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনসহ সাদা কাগজে আবেদন ৩। স্কেচ ম্যাপ ৪। প্রস্তাবিত জমির চতুর্দিকের কম বেশি ৫০০ গজ ব্যাসার্ধের অন্তর্ভুক্ত একটি ট্রেস ম্যাপ ৫। প্রস্তাবিত দাগ/দাগ সমূহের জমিকে রঙ্গিন কালি দিয়ে চিহৃিত করিতে হইবে। ৬। ট্রেস ম্যাপভূক্ত সকল দাগের জমির বর্তমান শ্রেণী, বর্তমান ব্যবহার ও জমির পরিমাণ উল্লেখ করতে হবে। ৭। সাব রেজিষ্ট্রার অফিস থেকে প্রাপ্ত গড় মূল্যের তালিকা |
উপজেলা ভূমি অফিস |
এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি |
-ঐ- |
-ঐ- |
০৮ |
অর্পিত সম্পত্তির ইজারা নবায়ন |
০৩ (তিন) কার্যদিবস |
১. সাদা কাগজে আবেদন ২. পূর্বে নেওয়া ডিসিআর এর ফটোকপি ১ কপি
|
উপজেলা ভূমি অফিস |
১.কৃষি ৫ টাকা /শতাংশ ২. অকৃষি ২০ টাকা/শতাংশ ৩. বাণিজ্যিক ৩০টাকা/শতাংশ ৪. পৌর এলাকায় ভিতর কৃষি ১০ টাকা/শতাংশ ৫. অকৃষি ৪০ টাকা/শতাংশ ৬. পাকাবাড়ি ৪ টাকা/বর্গফুট |
উপজেলা নির্বাহী অফিসার, নগরকান্দা, ফরিদপুর
|
জেলা প্রশাসক, ফরিদপুর |
০৯ |
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক বিতরণ |
০৭ (সাত) কর্মদিবস |
জাতীয় পরিচয়পত্রের ০১কপি সত্যায়িত ফটোকপি (কোন আবেদনের প্রয়োজন নেই) |
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় |
বিনামূল্যে |
-ঐ- |
-ঐ- |
১০ |
ধর্ম মন্ত্রণালয় হতে মসজিদ/ মন্দিরের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ বিতরণ |
০৭ (সাত) কর্মদিবস |
সংশ্লিষ্ট মসজিদ/মন্দির কমিটির সভাপতি/সেক্রেটারীর জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি (কোন আবেদনের প্রয়োজন নেই) |
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় |
বিনামূল্যে |
-ঐ- |
-ঐ- |
১১ |
মহামান্য রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল হতে প্রাপ্ত চেক বিতরণ |
০৭ (সাত) কর্মদিবস |
অনুদান প্রাপ্ত তালিকাভূক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি (কোন আবেদনের প্রয়োজন নেই) |
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় |
বিনামূল্যে |
-ঐ- |
-ঐ- |
১২ |
নির্বাহি ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মামলার নকল |
০৩(তিন) কার্যদিবস
|
সাদা কাগজে আবেদন |
নির্বাহি ম্যাজিস্ট্রেট কোর্ট নগরকান্দা, ফরিদপুর। |
আবেদনের জন্য ২০/- টাকার কোর্ট ফি এবং প্রতি পৃষ্ঠা নকলের জন্য ৪ টাকা হারে কোর্ট ফি |
-ঐ- |
-ঐ- |
১৩ |
হাট-বাজারের চানিদনা ভিটির প্রস্তাব প্রেরণ |
০৩(তিন) মাস
|
উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত চান্দিনা ভিটির মিস কেস ১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি ২. ট্রেড লাইন্সে ফটোকপি ০১ কপি ৩. অনুমোদিত পেরিফেরি নকশা ৪. ট্রেস ম্যাপ |
উপজেলা ভূমি অফিস |
এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ ফ্রি |
-ঐ- |
-ঐ- |
১৪ |
এনজিও কার্যক্রম সম্পর্কৃত প্রত্যয়ন |
তদন্ত সাপেক্ষে ১০ (দশ) কার্যদিবস |
এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক প্রণীত নির্ধারিত ফর্মে আদেবন। |
এনজিও অ্যাফেয়াস ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয় মাইসা ভবন (৯মতলা) ১৩, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্বরণী, রমনা, ঢাকা-১০০০
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা, ফরিদপুর
|
জেলা প্রশাসক, ফরিদপুর |
১৫ |
সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তির আবেদন অগ্রগামীকরণ |
০২ (দুই) ঘন্টা |
সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত অনুদান ফরম |
ভবন ৬(১১) তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ Email: ap@mocagov.bd web: www.moca.gov.bd
|
বিনামূল্যে |
ঐ |
ঐ |
১৬ |
বিবিধ অভিযোগ নিষ্পত্তিকরণ |
৫-৭ কর্মদিবস |
অভিযোগ সংক্রান্ত আবেদনপত্র |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অথবা সংশ্লিষ্ট সহকারীর নিকট দাখিল করা যায়। |
দাখিলকৃত অভিযোগের বিষয়ে তদন্ত অন্তে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। |
ঐ |
ঐ |
১৭ |
অফিসের ফাইলপত্র দেখা বা তথ্য জানার নিয়মাবলী |
|
জনগণের বিভিন্ন বিষয়ে কাজের সুবিধার্থে অফিসে রক্ষিত ফাইল বা নথির তথ্যাবলী জানার জন্য কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হয়।তবে এতে কোন ফি প্রদান করতে হয় না। |
|
|
ঐ |
ঐ |
১৮ |
উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাত সংক্রান্ত |
|
১। অফিস সময়ে দায়িত্ব প্রাপ্ত এমএলএসএস এর পূর্বানুমতি গ্রহণপূর্বক সাক্ষাত করা যায় ২। ১ জনের সাক্ষাত শেষ হলে অন্য জনের সাক্ষাতের সুযোগ দেয়া হয়। ৩। নিম্নোক্ত টেলিফোনসমূহে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা যায়। ফোন নং০৬৩২৭-৫৬১০৩ ৪। তাছাড়া, প্রয়োজনীয় সেবা প্রাপ্তির লক্ষে ফ্রন্টডেস্কে যোগাযোগ করা যেতে পারে। |
|
|
ঐ |
ঐ |
১৯ |
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ |
০২(দুই) কর্মদিবস |
১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন। ২ পূর্ববর্তী কমিটি গঠন ও মেয়াদের কাগজের সত্যায়িত করি। |
|
|
ঐ |
ঐ |
২০ |
শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনয়ন |
০২(দুই) কর্মদিবস |
১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন। ২ প্রস্তাবিত ৩ জন অভিভাবকের নামের তালিকা দাখিল। |
|
|
ঐ |
ঐ |
২১ |
জেএসসি/ এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন বিষয়ে মতামত প্রদান |
|
|
|
|
ঐ |
ঐ |
২২ |
শিক্ষা প্রতিষ্ঠানের বনভোজনে গমনে অনুমতি প্রদান |
০২(দুই) কর্মদিবস |
১। শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে আবেদন। ২। ছাত্র ছাত্রীদেও অভিভাবকের সম্মতিপত্র। ৩। গাড়ীর ফিটনেসসহ যাবতীয় কাগজের ফটোকপি। |
|
|
ঐ |
ঐ |
২৩ |
একটি বাড়ি একটি খামার প্রকল্পের লোন অনুমোদন |
০১ (এক) কর্মদিবসন |
১। আবেদনকারীর ছবি-১ কপি ২। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদেও ফটোকরি-১কপি ৩। সমিতির ব্যবস্থাপনা কমিটির কার্যবিবরণী |
সংশ্লিষ্ঠ সমিতির কার্যালয় |
বিনামূল্যে |
ঐ |
ঐ |
২৪ |
ওয়াজ মাহফিলে অনুমতি প্রদান |
১ (এক) কর্মদিবস |
সাদা কাগজে আবেদন |
|
|
ঐ |
ঐ |
২৫ |
বয়স্ক ভাতা, বিধাব ও স্বামীপরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধি ভাতা এবং প্রতিবন্ধি শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত চেক স্বাক্ষরকরণ |
১ (এক) কর্মদিবস |
উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত নথি |
|
|
ঐ |
ঐ |
২৬ |
তথ্য অধিকার আইন |
২০ (বিশ) কর্মদিবস |
নির্ধারিত ফরমে লিখিত বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। |
|
|
ঐ |
ঐ |
উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা, ফরিদপুর। ফোন: ০৬৩২৭৫৬১ ইমেইল: unonagarkanda@mopa.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস