বাংলাদেশে অর্থকারী ফসলের মধ্যে পাট প্রধান অর্থকারী ফসল। পাটের আশ কে বলা হয় সোনালী আশ।বিগত দিনে পাটই ছিল প্রধান রফতানীকারী পণ্য। কৃত্রিম আশ পাটের চাহিদাকে অনেকটা কমিয়ে দিয়েছে, তবুও যদি পাটের বহুমুখী ব্যবহার করা যায় তবে আবার পাটের পূর্বের অবস্থা ফিরিয়ে আনা সম্ভব। নগরকান্দা উপজেলায় উপজেলায় পাটের ব্যপক আবাদ হয়, তবে আগের মত পরিবেশ না থাকায় উন্নত মানের পাটের আশ পাওয়া সম্ভব হচ্ছে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস